সুন্দরী প্রতিযোগিতার বিচারক উর্বশী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:৪৯

বলিউডের মডেল-অভিনেত্রী উর্বশী রাওতেলা ইসরায়েলের ইলাতে অনুষ্ঠিত হতে চলা ‘মিস ইউনিভার্স ২০২১’ প্রতিযোগিতার বিচারকের আসনে বসবেন। মিস ইউনিভার্সের ৭০তম এই আসর অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর।

উর্বশী ‘মিস ইউনিভার্স ২০১৫’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি জানিয়েছেন, ‘ইসরায়েলের ইলাতে ‘মিস ইউনিভার্স ২০২১’ প্রতিযোগিতার অংশ হতে পেরে আমি সত্যিই সম্মানিত। নিজেদের উপর আস্থা রেখে এবং তাদের আকাঙ্খা পূরণের জন্য কঠোর পরিশ্রম করে বিশ্বের সব অসাধারণ নারীরা মিস ইউনিভার্স অর্গানাইজেশনের নীতিগুলোর প্রতিনিধিত্ব করছে এবং আমি এই মহান গ্লোবাল প্ল্যাটফর্মে তাদের সকলের সাথে অনুষ্ঠানটির অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য অপেক্ষা করছি।’

এরপর উর্বশী এই বছরের প্রতিযোগিতার ফোকাস কী হবে, তাও সকলকে জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ‘এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা, প্রতিযোগী এবং তাদের দেশগুলোর জলবায়ু পরিবর্তনের পাশাপাশি সামাজিক এবং বিশ্বের অন্যান্য সমস্যার প্রতি বিশেষ মনোযোগ দেবে।’

এই বছর চণ্ডীগড়ের মডেল এবং অভিনেত্রী হরনাজ সান্ধু এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন।

ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :