গুরুত্বহীন হয়ে পড়েছে লঘুচাপ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ১৬:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে আরও দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। ফলে দেশের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে।

এদিকে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কমতে পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সেই সঙ্গে পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/কেআর/জেবি)