‘অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ১৭:০৩

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস

সুজন-সুসাশনের জন্য নাগরিক নীলফামারী এর আয়োজনে ‘অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নীলফামারী প্রজাপতি কনভেনশন হলরুমে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধী সমাজ, রাজনৈতিক প্রতিনিধি ও শিশু সাংবাদিকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলোচ্য বিষয়বস্তু হিসেবে অনুসন্ধানী সাংবাদিকতায় করণীয় দিক নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

এসময় বক্তব্য দেন- যমুনা টিভির নীলফামারী প্রতিনিধি আতিয়ার রহমান, এটিএন নিউজ প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, প্রথম আলোর মীর মাহমুদুল হাসান আস্তাক, সাপ্তাহিক নীলচোখ সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, বৈশাখি টিভির ইশরাত জাহান পল্লবী।

এসময় উপস্থিত ছিলেন- সুজন রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, নীলফামারী জেলার সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান, চেম্বার অব কমার্স সভাপতি (সাবেক) প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাব্লু, আরটিভি প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, ৭১টিভির বিজয় চক্রবর্তী কাজল, নিজউ-২৪ ও ঢাকাটাইমস প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্, ঢাকা প্রতিদিন ও দৈনিক শিক্ষাডটকম প্রতিনিধি একরামুল হক লাবুসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াকর্মীরা।  

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসএ)