সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১৮:০৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক মামলায় আব্দুল মমিন (৩৮) নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।

মঙ্গলবার বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই শাস্তি ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীফলগাতী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৮ সালের ১৯ আগষ্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কালীবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় নাটোর থেকে ঢাকাগামী সাব্বির পরিবহন নামে এক যাত্রাবাহী বাসকে সিগন্যাল দেয় র‌্যাব। এ সময় মাদক কারবারি আব্দুল মমিন বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরে মমিনের শরীর তল্লাশি করে ৪৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে উল্লাপাড়া থানায় আব্দুল মমিনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় হয়।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :