রাজবাড়ীতে দুই হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ১৮:২৩

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস

রবি মওসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুই হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।

এর মধ্যে এক হাজার ২৮০ জন কৃষককে পাঁচ কেজি করে উফশি জাতের বোরো বীজ ও এক কেজি করে ডিএপি ও এক কেজি করে পটাশ সার এবং সাত হাজার কৃষককে দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বীজ ধান ও সার কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন এবং অন্যান্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/কেএম)