হোটেল থেকে পালিয়ে ‘আত্মগোপনে’ মুরাদ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:০২ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে অশ্লীল কথোপকথন ফাঁসের পর রবিবার রাতেই ঢাকা ছেড়ে চট্টগ্রামে যান সদ্য পদত্যাগ করা বিতর্কিত প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেখানে ওঠেন একটি পাঁচতারকা হোটেলে। পদ হারাতে পারেন কিংবা নিজের অবস্থা বেগতিক বুঝতে পেরে কাউকে কিছু না বলে সেই হোটেল থেকে সটকে পড়েছেন তিনি। বন্ধ রয়েছে ব্যক্তিগত মোবাইল ফোনও।

নাম প্রকাশ না শর্তে চট্টগ্রাম রেডিসন ব্লু’র একাধিক কর্মকর্তা ঢাকা টাইমসকে জানান, সোমবার মুরাদ হাসান তাদের পাঁচতারকা হোটেলে ওঠেন। তবে রাতেই তিনি কাউকে কিছু না জানিয়ে হোটেল ছেড়ে চলে যান।

সূত্রটি বলছে, ডা. মুরাদ হাসান আগেই হোটেলের একরাতের বিল পরিশোধ করেছিলেন। রাতে হোটেল থেকে বের হওয়ার সময় নিয়মানুযায়ী চেকআউট করার কথা থাকলেও তিনি তা না করেই চলে গেছেন।

এর আগে সোমবার দুপুরে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ।

এদিকে রেডিসন ব্লু বে ভিউ হোটেলের ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা রাফাত সালমান গণমাধ্যমে বলেন, সোমবার নাগাদ মুরাদ হাসান আমাদের হোটেলে এসেছিলেন। আগেই একটি রুম অগ্রিম ভাড়া করা ছিল, সেখানেই তিনি ওঠেন। তবে মধ্যরাতের আগে কাউকে কিছু না বলে তিনি চলে যান। আমাদের অভ্যর্থনার দায়িত্বে থাকা কেউই ওনার হোটেল ছাড়ার বিষয়টি জানতেন না।

আইনশৃঙ্খলাবাহিনীর অপর একটি সূত্র বলছে, ডা. মুরাদ হাসানের চট্টগ্রামে আসার বিষয় আগে থেকে তাদের কিছু বলা হয়নি। তাই সরকারি নিয়ম অনুযায়ী কোনো প্রটোকলও দেওয়া হয়নি। পরে তারা প্রতিমন্ত্রীর চট্টগ্রামের অবস্থানের কথা জানতে পারেন। কিন্তু হোটেলে গিয়ে তার খোঁজ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মানসিকতার পরিবর্তন না হলে সমৃদ্ধ রাষ্ট্র গঠন কঠিন হয়ে যাবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে গ্রিস

ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার

যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সিজারিয়ান প্রসবের ওপর বিধিনিষেধ আরোপে রাষ্ট্রীয় পদক্ষেপ চায় জাতীয় মানবাধিকার কমিশন

মিয়ানমার সংকট সমাধানে একজনের খুশির জন্য বাকিদের নারাজ করবে না বাংলাদেশ: সেনা প্রধান

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা, কমেছে খোলা তেলের

কর ব্যবস্থা সংস্কার করলে ১৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছাড়তে উৎসাহিত হবে

অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি: প্রধানমন্ত্রী

বৃষ্টিতেও কমছে না তাপপ্রবাহ

এই বিভাগের সব খবর

শিরোনাম :