ক্ষমা চাওয়ার পোস্টে এ কী কমেন্ট করলেন মুরাদ!

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসান নিজের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে ক্ষমা চেয়ে ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে করা ওই পোস্টের নিচে ভিন্ন অ্যাকাউন্ট থেকে নিজের পক্ষে কমেন্ট করতে চেয়েছিলেন মুরাদ হাসান। কিন্তু লগআউট না করায় নিজের আইডি থেকে কমেন্ট হয়ে যাওয়ায় তা নিয়ে হাস্যরস করছেন নেটিজেনরা।

মুরাদ হাসান নিজের আইডিতে লেখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’

তিনি আরও লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।’

এই পোস্ট করার তিন ঘণ্টা পর পোস্টের নিচে তার আইডি থেকেই একটি কমেন্ট করা হয়। যেখানে মুরাদ হাসান লিখেছেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।’

ধারণা করা হচ্ছে, অন্য আইডি থেকে নিজেকে সহমর্মিতা জানাতে বা নিজের পক্ষপাতিত্ব করতে তিনি নিজেই এই কমেন্ট করেছেন। কিন্তু অন্য আইডি থেকে কমেন্ট করার বদলে ভুলবশত নিজের আইডি থেকে কমেন্টটি করে বসেছেন এই সংসদ সদস্য।

সন্ধ্যা নাগাদ কমেন্টটিতে দুই হাজার ফিরতি কমেন্ট পড়েছে। যেখানে ডা. মুরাদ হাসানের কড়া সমালোচনা করছেন নেটিজেনরা।

সাইদুল ইসলাম মিসবাহ নামে একজন কমেন্টের উত্তর দিতে গিয়ে লিখেছেন, ‘ফেইক আইডি দিয়ে কমেন্ট করলে লগআউট করতে হয়।’

হাসান মাহমুদ নামে একজন লিখেছেন, ‘এটা কিভাবে সম্ভব উনার পেইজ কি স্ক্যাম হয়েছে? উত্তর- না। উনি ফেইক আইডি থেকে উনার সাপোর্ট নিয়ে কমেন্ট করতে গিয়ে ভুল করে পেইজ থেকে উনি কমেন্ট করে ফেলেছেন। কারণ ওই ফেইক আইডিতে উনার পেইজ এক্সেস করা ছিল।’

মো. রায়হানুল ইসলাম রাজ নামে একজন লিখেছেন, ‘নিজের পোস্টে নিজের এইরকম কমেন্ট। ভুলে নিজের তেল নিজেই মারলেন নাকি?’

মো. সোহেল হোসেন লিখেছেন, ‘তুমি তো দেখছি এখনও ভুলের মধ্যে, নিজের পেইজে নিজেই এমন কমেন্ট! এটা তো অন্য কেউ বলার কথা ছিল কিন্তু তুমি বললা কেন?’

বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত শুধু ডা. মুরাদের কমেন্টের বিপরীতে দুই হাজারের বেশি কমেন্ট করেছেন নেটিজেনরা।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/কারই/জেবি)