নাইজেরিয়ায় দস্যুদের আগুনে অঙ্গার বাসের ৩০ যাত্রী

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নাইজেরিয়ায় দস্যুদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন বাসের ৩০ যাত্রী। দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। দেশটির প্রশাসন মৃতের সংখ্যা ১৭ জনের বলে দাবি করলেও স্থানীয় কয়েকজনের ভাষ্য তারা ৩০ জনের মরদেহ দেখতে পেয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দেশটির সোকোটো রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

নাইজেরিয়া পুলিশের বরাত দিয়ে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থাটির খবরে বলা হয়েছে, সাবোন বির্নি এবং বোর্নো রাজ্যের গিদান বাওয়া গ্রামের সঙ্গে সংযোগকারী একটি সড়কে চলা বাসটিতে অতর্কিত আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। বাসে যারা আগুন দিয়েছে তারা স্থানীয়ভাবে দস্যু বলে পরিচিত। গতবছরও দেশটির উত্তরাঞ্চলে একটি গ্রামে হামলা চালিয়ে একশর মতো শিক্ষার্থীকে অপহরণ করেছিল তারা।

উত্তর-পশ্চিমাঞ্চলের বোর্নো রাজ্য পুলিশের মুখপাত্র সানসি আবুবকর জানান, বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন। আগুন ধরিয়ে দেয়ার সময় সাতজন পালিয়ে যান। কিন্তু স্থানীয় কয়েকজনের ভাষ্য, আগুন ধরিয়ে দেওয়া বাসটি থেকে তারা নারী-শিশুসহ অন্তত ৩০ জনের মরদেহ দেখতে পেয়েছেন। আগুনে এখনভাবে তারা পুড়ে গেছেন যে তাদের মরদেহ চেনার উপায় ছিল না।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর