পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:৪৭

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার সাত ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে। বুধবার সকাল সাড়ে নয়টার আগে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার বেশি ঘনত্বের কারণে গতরাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

ফেরি বন্ধের পর কয়েক ঘণ্টায় দৌলতদিয়া ঘাটে গাড়ির দীর্ঘ ‍সারি দেখা দেয়। কয়েকশ গাড়ি আটকা পড়ে দৌলতদিয়া অংশে। এছাড়া গোয়ালন্দ অংশেও গাড়ির লম্বা সারিতে নদীপারের অপেক্ষায় থাকে শতাধিক গাড়ি। শীতের মধ্যে দীর্ঘসময় ধরে অবস্থান করায় দুর্ভোগে পড়েন এসব যানের যাত্রীরা। ফেরি চলাচল শুরু হওয়ায় আস্তে আস্তে নদী পার হচ্ছে আটকে থাকা গাড়িগুলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর