রাজশাহী মেডিকেলের কোভিড ইউনিটে আরও দুই মৃত্যু

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৪২

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের করোনা উপসর্গ ছিল। অন্যজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। এদের একজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্যজনের পাবনায়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। দুজনই পুরুষ। তাদের বয়স ৬০ বছরের ওপরে।

১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সকাল নয়টা পর্যন্ত ৩২ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং ঢাকার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভর্তি রোগীদের মধ্যে করোনার আছে ১০ জনের। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর