ফলোঅনে পড়ে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ১০:০৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৮৭ রান তুলেই অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। তাতেই ফলোঅনে পড়েছে টাইগাররা। এখন ম্যাচ ড্র করার উদ্দেশ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করছে মুমিনুল হকরা।

বৃষ্টির কারণে দুই দিন মাঠে বল না গড়ালেও চতুর্থ দিনে সম্পূর্ণ খেলায় অনুষ্ঠিত হয়েছে। এদিন নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। পরে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে দিনশেষ করে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

পঞ্চম এবং শেষদিনের খেলায় আজ আবার ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। তবে এদিন ব্যাট হাতে বেশিক্ষণ খেলতে পারেনি বাংলাদেশ। মাত্র ৬ ওভারে ১১ রান তুলে শেষ তিনটি উইকেট হারায় বাংলাদেশ। শূন্যরানেই ফেরেন তাইজুল এবং খালেদ। আর ফলোঅন এড়ানোর ক্ষুদ্র প্রয়াস চালানোর পর ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন সাকিব আল হাসান। আর শূন্যরানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।

পাকিস্তানের পক্ষে একাই ৮ উইকেট নেন সাজিদ খান। এছাড়া একটি উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এমএম)