চট্টগ্রামে খালে পড়া শিশুর খোঁজ মেলেনি দুই ‍দিনেও

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৩৯ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:১২

চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ ১২ বছর বয়সী শিশু কামাল উদ্দিনকে উদ্ধারে আজ বুধবার তৃতীয় দিনের মতো অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও এখনও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

গতকাল সোমবার বিকাল চারটার দিকে নগরের ষোলশহর ভূমি অফিসের সামনে চশমা খালে পড়ে শিশুটি তলিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল পর্যন্ত দুই দিন শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে। কিন্তু অধিক আবর্জনার কারণে এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।

তলিয়ে যাওয়া কামাল ষোলশহর রেল স্টেশন এলাকার আলী কাওসারের ছেলে। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে কামাল সবার ছোট।

সোমবার শিশু কামালের সঙ্গে খেলা করা তার বন্ধু মোহাম্মদ রাকিব উদ্দিন জানিয়েছিল, তারা দুজন মিলে ভাঙারি মালপত্র সংগ্রহ করতে ওই এলাকায় যায়। সেখানে খালের মধ্যে আবর্জনার শক্ত স্তূপ দেখে দুজন খালে নেমে খেলতে থাকে। একপর্যায়ে আবর্জনা সরে গেলে দুজনই তলিয়ে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পর রাকিব উঠতে পারলেও কামাল তলিয়ে যায়। এরপর সে আন্দরকিল্লার বাসায় গিয়ে ঘটনা জানায়।

বায়েজিদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আবর্জনার স্তর বেশ পুরু হওয়ায় ঠিকমতো উদ্ধারকাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে। তারপরেও শিশুটিকে উদ্ধারে তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :