নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাই-বোনসহ নিহত ৪

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১০:১৯
ফাইল ছবি

নীলফামারী সদর উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন তিন ভাইবোনসহ চারজন। সকালে খেলতে গিয়ে শিশু বয়সী তিন ট্রেনে কাটা পড়ে মারা যায়। তাদের বাঁচাতে গিয়ে আরও একজন মারা যান।

বুধবার সকালে উপজেলার মোনসাপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বউবাজার এলাকার আবুল হোসেনের দুই মেয়ে রিমা, রেশমা ও ছোট ছেলে মমিনুর রহমান এবং একই গ্রামের নবাব আনোয়ার হোসেনের ছেলে শামীম হোসেন।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রেললাইনে খেলছিল তিন বোন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন আসতে দেখে তিন ভাই-বোনকে বাঁচাতে ছুটে যান শামীম। শেষ পর্যন্ত শিশুদের বাঁচাতে পারেননি তিনি। কাটা পড়ে প্রাণ হারান তিনিও।

রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :