শুরুতেই স্বামী-স্ত্রীর চরিত্রে ওম-শ্রাবন্তী

ক্যারিয়ারে প্রথমবার আলোচিত টলিউড নায়িকা শ্রাবন্তী চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক ওম সাহানি। ওপার বাংলার নবাগত পরিচালক অয়ন দে’র প্রথম ছবি ‘ভয় পেয়ো না’র মুখ্য চরিত্রে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। তমসা আর ডা. সুশান্তকে ঘিরে এগিয়ে যাবে এই হরর থ্রিলারটি।
ছবিতে দেখা যাবে, বিয়ের পরে সুশান্তের মা বহ্নিশিখার সঙ্গে তমসার সম্পর্ক চরম তিক্ত হয়ে ওঠে। ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ানোর চক্রান্ত চলে তমসার বিরুদ্ধে। তার রেশ ধরেই উন্মোচিত হয় আর এক রহস্যের।
তমসার চরিত্রটি নিয়ে শ্রাবন্তী বললেন, ‘খুব সাধারণ চরিত্র মনে হলেও শেষে গিয়ে একটা দারুণ চমক আছে। গল্পটা প্রথমবার শুনে আমিও চমকে গিয়েছিলাম। ওম সাহানি আর ওর স্ত্রী মিমি আমার খুব ভালো বন্ধু। এই প্রথম ওমের সঙ্গে জুটি বাঁধব ভেবেই ভালো লাগছে। ও খুবই প্রমিসিং।’
শ্রাবন্তীর সঙ্গে এর আগে ‘হুল্লোড়’ ছবিতে কাজ করেছেন ওম। তবে জুটি হিসেবে এটা প্রথম কাজ বলে একটা আলাদা ভালো লাগা রয়েছে শ্রাবন্তীর। নায়িকা বলেন, ‘সামনেই মিমির সঙ্গে আর একটা হরর ছবিতে কাজ করছি। তারপর ‘ভয় পেয়ো না’র কাজ শুরু হবে।’
ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

ছেলের ছবি প্রকাশ করে নামও জানালেন পরীমনি

পরীর কোলে পুত্রসন্তান, বাবা রাজের অনুভূতি কী?

পরী-রাজের ঘরে এল পুত্রসন্তান

‘লাল সিং চাড্ডা’ থেকে কত কোটি করে নিলেন আমির-কারিনা?

‘হাওয়া’ নিয়ে পরিবেশবাদীদের উদ্বেগ, ক্ষমা চাওয়ার দাবি

আসল সংগঠকদের নিয়ে পুনর্গঠিত হোক বিসিবি: আসিফ

ছাড়পত্র পেল সিয়াম-পরীর দ্বিতীয় সিনেমা

একসময়ের কোলাহলপূর্ণ এফডিসি এখন...

ডেঙ্গুতে আক্রান্ত, তবু থেমে নেই কঙ্গনা
