এবার প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডা. মুরাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:৩৪ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৬:২৩

নানা কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন।

বুধবার বিকাল চারটায় তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ক্ষমা চান।

ওই পোস্টে মুরাদ হাসান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি কোনো ভুল করে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সবসময়ই মাথা পেতে নিবো আমার বাবার মতো।’

এর আগে গতকাল মঙ্গলবার এক পোস্টে মা-বোনদের কাছে ক্ষমা চান তিনি। ডা. মুরাদ লিখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।’

সম্প্রতি নানা বেফাঁস মন্তব্যের কারণে আলোচনায় ছিলেন মুরাদ হাসান। এর মধ্যেই এক নারীকে অবমাননা করে বক্তব্য ও একজন চিত্রনায়িকার সঙ্গে কুরুচিপূর্ণ ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে গত সোমবার রাতে তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাধ্যমে মুরাদকে মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে তিনি ই-মেইলে পদত্যাগপত্রটি মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে পাঠান। পরে তার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পক্ষে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম পদত্যাগপত্রটি গ্রহণ করেন। পরে সেটি সারসংক্ষেপ আকারে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর সেটি যায় বঙ্গভবনে। রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি এবং এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে।

পদত্যাগের পর মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সংসদ সদস্য পদও হারাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে ওই ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন মুরাদ হাসান। চট্টগ্রামে একটি পাঁচতারকা হোটেলে উঠলেও সেখান থেকে সটকে পড়েন। বর্তমানে তিনি কোথায় রয়েছেন তা জানা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :