আবারও বাড়ল পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (পিএলএফএসএল) শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আরেক দফা বেড়েছে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী ১৫ দিন পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এ নিয়ে ৫৩ দফায় কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।

সর্বশেষ গত ২৩ নভেম্বর কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ১৫ দিন বাড়ানো হয়েছিল।

তথ্যমতে, ২০১৯ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এর আগে আরো ৫২ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত, দ্বিতীয় দফায় ২০১৯ সালের ২৮ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত, তৃতীয় দফায় ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এভাবে ৫১ তম দফায় ০৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর এবং ৫২ দফায় ২৪ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :