লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৯৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার কোম্পানিটি ৫৮ লাখ ১৬ হাজার ২৪২টি শেয়ার হাতবদল করেছে।

আইএফআইসি ব্যাংক লিমিটেড লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৪ হাজার ২৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৭৩ লাখ টাকা।

বুধবার লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওয়ান ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোনালী পেপার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড ও অ্যাক্টিভ ফাইন লিমিটেড।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এসকেএস)