ফনিক্স ফাইন্যান্সের মুনাফা কমেছে

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:১০

অর্থনৈতিক প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের জানুয়ারি থেকে সেপ্টেম্বর,২১ পর্যন্ত নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানির মুনাফা কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর,২১ পর্যন্ত নয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা।

আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিলো ০.৭৭ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা কমেছে ০.০৪ টাকা বা ৫ শতাংশ ।

শুধু তৃতীয় প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর,২১ পর্যন্ত ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১০ টাকা।

আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিলো ০.২৪ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ৫৮ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৭৩ টাকা।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এসকেএস)