টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ৮ নেতা বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ২২:০৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ৮ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা করে ওই আট নেতাকে বহিষ্কার করা হয়। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালিদ হোসেন জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান শরীফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুষেন সেন, উপজেলার কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল হোসেন গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রিংকু বাইন, আওয়ামী লীগ নেতা অরুন কুমার বাইন ও কদর আলী শেখ।

এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের বলেন, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এবং স্থানীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তেরভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :