‘হৃদয়ে আলফাডাঙ্গা’ সংগঠনের বই উপহার কর্মসূচি শুরু

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২১, ২২:১৬

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থিত গণপাঠাগারকে সমৃদ্ধ করার লক্ষে বই উপহার কর্মসূচি শুরু করেছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার বিকালে উপজেলার রুদ্রবানা আলোর প্রত্যয় পাঠাগার ও চরনারানদিয়া বিদ্যাছায়া গ্রন্থাগারে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। সংগঠনটি পর্যায়ক্রমে আলফাডাঙ্গা উপজেলার প্রতিটি গণপাঠাগারেই এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

শুরুর দিনে সংগঠনটি দুটি পাঠাগারে দেড় শতাধিক বই উপহার দেন। উপহার হিসেবে দেয়া বইগুলোর মধ্যে দেশবরেণ্য বিভিন্ন লেখকের গল্প, কবিতা, প্রবন্ধ, সাহিত্য, ইতিহাস, গবেষণামূলক ও ইসলামিক বই রয়েছে।

বই বিতরণকালে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল, তরিকুল ইসলাম তৌকির, আশফুন নাহার এলিজা, এইচ এম মামুন, রানু আক্তার, আসিফ সিকদার, মেহেদী হাসান, এমটি মেহেদী ও তাসমিয়াহ্ তাহারাত জুঁই প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনটির সদস্যরা বলেন, ‘আমরা চাই একটি বইভিত্তিক সমাজ। বই আমাদের পরম বন্ধু। তাই বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়তে উপজেলার প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার গড়ে উঠা দরকার। আমরা পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গ্রামে অবস্থিত প্রতিটি গণপাঠাগারেই বই উপহার দেবো।’

২০১৭ সালের ২ এপ্রিল হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু। প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই সংগঠনটি একের পর এক সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আলফাডাঙ্গা উপজেলার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/কেএম)