মালিতে রাস্তায় পুঁতে রাখা বোমায় ৭ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:১৮ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:১০

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

কাতারভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয় মালির দোউয়েন্তজা শহর থেকে সিভার শহরে যাচ্ছিল। মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছার পর তাদের কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে। এতে বোমাটি বিস্ফোরিত হয়ে সাত শান্তিরক্ষী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তিনজন। তাদের অবস্থাও গুরুতর। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :