রোকেয়া পদক পেলেন ৫ নারী

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০৮ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে ভূমিকার জন্য চলতি বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচ নারী।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের পদক দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বিজয়ীদের মধ্যে পদক হস্তান্তর করেন।

নারী শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা ২০২১ সালের রোকেয়া পদক পান।

১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া। ১৯৩২ সালের একই তারিখে কলকাতার সোদপুরে তার মৃত্যু হয়।

উপমহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে প্রতিবছর এ পুরস্কার দেয় বাংলাদেশ সরকার।

ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমআর