ঘুমন্ত অবস্থায় দগ্ধ পরিবারটির সবাই চলে গেলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৬

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ নারী শান্তা খানমও মারা গেছেন।

ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় পরিবারটির দগ্ধ হওয়া চার সদস্যের সবাই মারা গেলেন।

এর আগে গত ২ ডিসেম্বর রাতে একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্তার দুই শিশু সন্তান ইয়াছিন খান (৫) ও ও ফাতেমা নোহরা খানম। দুই দিন পর ৪ ডিসেম্বর সকালে মারা যান শান্তার স্বামী কাউসার খান।

শান্তা খানমের স্বামী কাওসার খান কিশোরগঞ্জ জেলা সদরের বয়লা খান বাড়ির বাসিন্দা আব্দুস সালাম খানের ছেলে। তিনি মুন্সিগঞ্জের আবুল খায়ের গ্রুপে ওয়েল্ডার হিসেবে কর্মরত ছিলেন।

গত ২ ডিসেম্বর ভোরে ভবনটির দ্বিতীয় তলায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কাওসার খানের পরিবারের চারজনই ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন। সেদিনই তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে সপ্তাহের ব্যবধানে একে একে পরিবারের চারজনই চলে যান না ফেরার দেশে।

ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :