চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নির্মাণাধীন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারে ঝুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার বেলা ১১টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুরা হলেন- নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর দিঘিপাড়ার মাসুদ রানার ছেলে সজীব (১০) ও একই এলাকার মিঠুর মেয়ে লামিয়া (৯)।

নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে নির্মাণাধীণ বৈদ্যুতিক খুঁটিতে তার ঝুলানোর কাজ করছিলো শ্রমিকরা। এ সময় শিশু সজীব ও লামিয়া সেই বৈদ্যুতিক তার ধরে খেলতে থাকে। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকরা লক্ষ্য করে এবং শিশু দুটিকে সরে যেতে বলে। পরে আবারও শিশু দুটি তার ধরে ঝুলতে থাকে। কিন্তু কিছুটা দুরে শ্রমিকরা কাজ করারয় পরবর্তীতে তারা আর খেয়াল করেননি। এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার যখন বৈদ্যুতিক খুটিতে স্থাপন করা শুরু হয়। তখন হঠাৎ করেই ঝুলানো তার উপরের দিকে উঠে যায় এবং তারা শূন্যে ঝুলতে থাকে। অনেক বেশি উপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে যায় এবং নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজীব। লামিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :