খালে তলিয়ে যাওয়া শিশুটির লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:৩২ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:৩১

নগরীর পাঁচলাইশ থানা এলাকার চশমা খালে পড়ে তলিয়ে যাওয়া ১২ বছর বয়সী শিশু মো. কামাল উদ্দিনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ হওয়ার চার দিনের মাথায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার ষোলশহরে ভূমি অফিস লাগোয়া চশমা খালে পড়ে তলিয়ে যায় কামাল। মঙ্গলবার থেকে তার খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একপর্যায়ে মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শিশু কামাল ষোশশহর বস্তির বাসিন্দা আলী কাউসারের ছেলে। গত ৩০ জুন নগরীর ২ নম্বর গেটে মেয়র গলিতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা নালায় পড়ে যায়। এ ঘটনায় মারা যান অটোরিকশায় থাকা খদিজা বেগম ও চালক সুলতান।

এর আগে গত ৫ আগস্ট মুরাদপুর মোড়ে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নালায় তলিয়ে যান। এখনো তার খোঁজ মেলেনি। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকার একটি নালায় তলিয়ে মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :