লেনদেনের শীর্ষে বেক্সিমকো

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:১৯

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)।

আজ কোম্পানিটির ৭৩ কোটি ২২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার।

শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। তারা ২৮ কোটি ২ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

শেষ দিনে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফার্স্টসিকিউরিটি ইসলামি ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ওয়ান ব্যাংক লিমিটেড, আলিফ ম্যানুফ্যাকচারিং এবং ওরিয়ন ফার্মা।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এসকেএস)