ফরিদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৬:০০ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২১, ১৫:৪৭

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বৃহত্তর ফরিদপুরকে পদ্মা বিভাগ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগেও তিনি একটি দলীয় অনুষ্ঠানে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার বিষয়ে বলেছিলেন দেশে পদ্মা ও মেঘনা নামে দুটি বিভাগ করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণার পর ফরিদপুরজুড়ে মিশ্র প্রতিক্রয়া দেখা গেছে। কেউ এটাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ বলছেন জাতির জনকের জন্ম ফরিদপুরে, ফরিদপুর নামেই বিভাগ হওয়া দরকার। আবার অনেকেই বলছেন বৃহত্তর ফরিদপুরের মানুষের শিক্ষার প্রসারে বিভাগের পাশাপাশি বঙ্গবন্ধুর নামে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের।

এ বিষয়ে কথা হয় ফরিদপুরের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজের সঙ্গে। তিনি বলেন, দেশ স্বাধীনের পর ফরিদপুর দীর্ঘদিন অবহেলিত ছিল। বঙ্গন্ধুর কন্যা দেশ শাসনের দায়িত্ব নেওয়ার পর উন্নয়নের ছোঁয়া শুরু হয়। তিনি ফরিদপুরকে বিভাগ করার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণাকে সা্ধুবাদ জানিয়ে বলেন, এই অঞ্চলের মানুষের শিক্ষা বিস্তার লাভের জন্য বঙ্গবন্ধুর নামে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা খুবই প্রয়োজন।

জাতীয়তাবাদী যুবদলের সাবেক জেলা সভাপতি আবজাল হোসেন খান পলাশ বলেন, ‘আমি দাবি করি অবশ্যই বিভাগ হোক, পাশাপাশি এ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।’

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক নাগরিক বার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রাচীনতম এই জেলাকে আরও আগে বিভাগ ঘোষণা করা এবং এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দরকার ছিল। আজ বঙ্গবন্ধু কন্যার হাত দিয়ে বিভাগ পাচ্ছি আমরা, আর সেটি যে নামেই হোক। তবে আমরা চাই, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের শিক্ষা বিস্তারের জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী দেবেন।

একনেকের বৈঠকে ফরিদপুরকে বিভাগ করার ঘোষণার বিষয়ে কথা হয় ফরিদপুরের জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্র পরিচালনা করছেন বিধায় আমরা বিভাগের মর্যাদা পাওয়ার দারপ্রান্তে।

সরকার প্রধানকে ধন্যবাদ দিয়ে শেখ শহিদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মস্থান ফরিদপুরে তার নামে (বঙ্গবন্ধু) একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করবে সরকার। কারণ হিসেবে তিনি বলেন, এ অঞ্চলের মানুষ স্বল্প আয়ের। অনেক পরিবারের পক্ষে সম্ভব হয় না সন্তানকে উচ্চ শিক্ষার জন্য ঢাকা বা অন্যত্র পাঠানো। এজন্য ফরিদপুরে সরকারি বিশ্ববিদ্যালয় খুব প্রয়োজন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন বলেন, ফরিদপুর কিংবা পদ্মা বুঝি না, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা যা আমাদের দেবেন সেটাকেই আলহামদুলিল্লাহ। তবে নেত্রীর কাছে আমাদের প্রাণের দাবি থাকবে বিভাগের পাশাপাশি আমাদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ও নারী নেত্রী শিপ্রাগো স্বামী বলেন, বিভাগটা আমাদের বহু দিনের স্বপ্ন। তবে ফরিদপুর নামের সঙ্গে একটি আবেগ জড়িয়ে আছে। সেজন্য ফরিদপুর নামে হলে বেশি খুশি হতাম। তার পরেও বলব বিভাগ হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, সেটাও বা কম কিসের।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুরে তৈরি পোশাকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

বাড়ি ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ সুরুজ আলী

জাজিরায় কৃষকদের দুই দিনব্যাপী কন্দাল ফসল চাষের প্রশিক্ষণ সম্পন্ন

কালকিনিতে পুলিশের তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

বগুড়ার তিন উপজেলা নির্বাচনে মনোয়‌নে বৈধতা পে‌লেন ৩৫ জন

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ দুজন আটক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন

রায় জালিয়াতি: শিবচরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

কেএনএফ চাইলে সমঝোতার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় আসতে পারে, বান্দরবানে র‌্যাব ডিজি

এই বিভাগের সব খবর

শিরোনাম :