‘বেগম রোকেয়ার আলোয় আলোকিত বাংলার নারীকুল’

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০২১, ১৬:০৬

ঢাকাটাইমস ডেস্ক

১৮৮০ সালে জন্ম নিয়ে জীবনভর চেষ্টা করে যে মশাল জ্বেলেছিলেন রোকেয়া শাখাওয়াৎ হোসেন, তার আলোয় আজ আলোকিত বাংলার নারীকুল।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ‘বেগম রোকেয়ার স্বপ্ন এবং বাংলাদেশের নারীমুক্তি আন্দোলন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে আলোচকরা এই কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের পৃষ্ঠপোষকতায় এবং ঢাকা মহানগরীর বেসরকারি পাঠাগারসমূহের সহযোগিতায় রাজধানীর দনিয়া স্টুডিও থিয়েটার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে মূল আলোচক হিসেবে ছিলেন মহিলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ফৌজিয়া মোসলেম, কথাসাহিত্যিক ঝর্না রহমান। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন দনিয়া পাঠাগারের সভাপতি শাহনেওয়াজ। ঢাকা মহানগর বেসরকারি গ্রন্থাগারসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় মহিলা সমিতির সভাপতি ফৌজিয়া মোসলেম বলেন, নারীর উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। প্রতিটি উন্নয়নে নারীর অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। মেয়েদের শুধু উপার্জনক্ষম হলে হবে না, উপার্জনের ওপর অধিকার থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীকে যুক্ত হতে হবে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এসকেএস/জেবি)