বিলাসবহুল শক্তিশালী ৫ স্পোর্টস বাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২১, ০৯:৪২

বাংলাদেশে স্পোর্টস বাইকের বাজার খুবই ছোট। কেননা, দেশে ১৬৫ সিসির বেশি বাইক উৎপাদন ও আমদানি নিষিদ্ধ। প্রতিবেশি দেশ ভারতে সিসি লিমিটের পরিধিটা অনেক বিস্তৃত ফলে। সে দেশে অসংখ্য স্পোর্টস বাইক রয়েছে। এর মধ্যে কয়েকটি বাইকের জনপ্রিয়তা তুঙ্গে। জেনে নিন সেসব বাইক সম্পর্কে।

বেনেলি লিওনসিনো

ভারতে এর দাম শুরু ৪.৮৯ লাখ রুপি। এতে রয়েছে ৫০০ সিসির ইঞ্জিন। যা ৪৬.৮ বিএইচপি শক্তি ও ৪৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করে।

বেনেলি টিআরকি ৫০২

দাম ৪.৯৯ লাখ রুপি। এতে একটি ৫০০ সিসির টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা ৪৭.৫ পিএস শক্তি ও ৪৬ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এর কার্ব

ওয়েট ২৩৫ কেজি। এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ২০ লিটার।

সিএফ মটো ৬৫০ এনকে

ভারতে দাম শুরু ৪.২৯ লাখ রুপি। এতে রয়েছে একটি ৬৪৯.৩ সিসির ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ইঞ্জিন। যা ৫৫.৬৫ বিএইচপি শক্তি এবং ৫৪.৪ নিউটন মিটার টর্ক জেনারেট করে। এই বাইকের কার্ব ওয়েট ২০৬ কেজি। এতে রয়েছে ১৭ লিটারের ট্যাঙ্ক।

কাওয়াসাকি নিনজা ৩০০

ভারতে দাম শুরু ৩.১৮ লাখ রুপি। এই বাইকে রয়েছে একটি ২৯৬ সিসির ইঞ্জিন। যা ৩৯ পিএস শক্তি ও ২৬.১ নিউটন মিটার টক উৎপাদন করতে সক্ষম।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :