রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার

প্রকাশ | ১৬ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জারিপয় রাভিল (৪০) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিম এটোমস্ট্রয়ের নামে একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, গ্রিনসিটি আবাসিকের ৯ নম্বর ভবনে থাকতেন নাগরিক জারিপয় রাভিল। গেল সোমবার রাতে ডিউটিতে গিয়ে শারীরিক অসুস্থতার কথা বলে তিনি ভবনে চলে আসেন। বুধবার কাজে যোগদানের কথা থাকলেও কাজে যোগ করেননি। বুধবার সন্ধ্যায় পাশের রুমমেট জারিপয় রাভিলকে টয়লেটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রিন সিটি, রূপপুর প্রকল্প সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করে মরদেহ তার নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলচ্ছে।

(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/এলএ)