বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর রবিবার

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০২১, ১৪:২৫ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১, ১৪:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সেদেশের সরকারের সঙ্গে রবিবার সমঝোতা স্মারক সই হবে। ডাটা ব্যাংক থেকেই এবার কর্মী পাঠানো হবে। এজন্য তৈরি হচ্ছে ডাটাব্যাংক।

আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠাতে কোনো ধরনের সিন্ডিকেটকে সুযোগ দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি। আমি কোনো সিন্ডিকেটের পক্ষে না। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকেও সিন্ডিকেটের কোনো প্রস্তাব বা পদক্ষেপের সুযোগ আমরা রাখিনি। সিন্ডিকেট করার কোনো পদ্ধতিই আমরা রাখতে চাচ্ছি না।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/কেএম)