অনলাইনে সিরাত প্রতিযোগিতা, ১৫ লক্ষাধিক টাকার পুরস্কার

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫:৩৮

মুসাফির ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা-১৪৪৩। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন এবং পরীক্ষা হবে অনলাইনে। প্রতিযোগিতায় মোট ১৫ লাখ টাকার বেশি পুরস্কার বিতরণ করা হবে। হযরত মুহাম্মদ (স.)-এর জীবনি সম্পর্কে আরও মানুষকে জানাতে ও আগ্রহ তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এতে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে এই লিংকে: https://forms.gle/1eGTgcqtow68FHdd6

সীরাতপাঠ

সীরাত অধ্যয়ন সহজ করতে এবং ঘরে ঘরে সীরাতগ্রন্থ পৌঁছে দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুদের জন্য স্বল্পমূল্যে সীরাতগ্রন্থ বিতরণ করা হবে। ড. মুহাম্মাদ সায়িদ রমাদান বুতির লেখা সীরাতগ্রন্থ 'ফিকহুস সিরাহ' এর দুটি খন্ডের বাংলা অনূদিত গ্রন্থ প্রতিযোগিতার জন্য নির্ধারিত।

প্রতিযোগিতা

- যে কোনো ধর্মের ও শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করতে পারবে।

- প্রতিযোগিতার দুটি পর্ব থাকবে।

- ১ম পর্ব এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। ১ম পর্বে উত্তীর্ণদের প্রথম ৫০০ জনকে নিয়ে ২য় পর্ব রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রচনা প্রতিযোগিতার বিষয় পরবর্তীতে বলে দেয়া হবে।

রেজিস্ট্রেশন

- রেজিষ্ট্রেশন ফি ২৫০ টাকা। রেজিষ্ট্রেশন করলে প্রতিযোগিতার জন্য নির্ধারিত 'ফিকহুস সিরাহ' বইটির দাওয়াহ সংস্করণ কপি বিনামূল্যে দেয়া হবে।

পুরস্কার-

প্রথম পর্ব:

- ১ম পুরস্কার গোল্ড মেডেল, ক্রেস্ট ও সনদ

- ২য় পুরস্কার সিলভার মেডেল, ক্রেস্ট ও সনদ

- ৩য় পুরস্কার ব্রোঞ্জ মেডেল, ক্রেস্ট ও সনদ

- এছাড়াও ১০০ জনকে ৫ হাজার টাকা সমমানের বিশেষ পুরস্কার দেয়া হবে। এছাড়াও সনদ, ক্রেস্ট ও বই প্রদান করা হবে।

২য় পর্ব: (১ম পর্বে উত্তীর্ণ প্রথম ৫০০ জনকে নিয়ে ২য় পর্ব অনুষ্ঠিত হবে)

- ১ম পুরস্কার গোল্ড মেডেল, ক্রেস্ট ও সনদ

- ২য় পুরস্কার সিলভার মেডেল, ক্রেস্ট ও সনদ

- ৩য় পুরস্কার ব্রোঞ্জ মেডেল, ক্রেস্ট ও সনদ

২০ জনকে ১০ হাজার টাকা সমমানের বিশেষ পুরস্কার দেয়া হবে। এছাড়া সনদ, ক্রেস্ট ও বই প্রদান করা হবে।

- নিবন্ধিতদের কাছে ১৫ জানুয়ারির মধ্যে কুরিয়ারে সীরাতগ্রন্থ পাঠানো হবে।

- প্রতিযোগীরা ২০ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত অধ্যয়নের সুযোগ পাবেন।

- ২১ ফেব্রুয়ারী অনলাইনে https://musaafirbd.com/ এই সাইটে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি কেউ চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতাও করতে পারেন।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :