পর্তুগাল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বিজয়ের ৫০ বছর

রনি মোহাম্মদ (লিসবন, পর্তুগাল)
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬:১৮

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন পর্তুগাল শাখার আয়োজনে বিজয়ের ৫০ বছর উদযাপন উপলক্ষে লিসবনে আলোচনা সভা হয়েছে।

লিসবনের মিনহালস কিচেন রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৯টায় বিজয়ের ৫০ বছর শীর্ষক আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশের ভারপ্রাপ্ত সভাপতি মিলন ব্যপারি। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক আহম্মেদ লিটন। প্রধান অতিথি ছিলেন পর্তুগালের প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শামীম হাওলাদার, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মুন্সীগঞ্জ জেলা। এছাড়াও প্রধান বক্তা ছিলেন রনি হোসাইন, প্রতিষ্ঠাতা সভাপতি, ছাত্রলীগ পর্তুগাল শাখা, বিশেষ বক্তা ছিলেন শিপলু আহম্মেদ, সদ্য সাবেক সভাপতি, ছাত্রলীগ পর্তুগাল শাখা।

সভায় বক্তারা গত ৫০ বছরে বাংলাদেশের অর্জন এবং বর্তমান সরকারের গৃহীত বিবিধ উন্নয়ন কর্মসূচির ফলে বাংলাদেশ কিভাবে আজ ‘উন্নয়ন বিস্ময়’ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে, সে বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, ফারুক আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগ ফ্রান্স শাখার সহসভাপতি ফরহাদ আলী, কাওসার আহম্মেদ, জহির উদ্দিন, মিনহাজ আমীন, আলী আহসান, বদরুল ইসলাম, জসিম, লিটন, খোকন, রাসেল, টিটু সহ পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশের বিভিন্ন নেতা।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :