কারামুক্ত হলেন ঘোড়ায় চড়ে বিক্ষোভ করা সেই হেফাজতকর্মী

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০২১, ১০:২৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১, ১০:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে মিছিলে অংশ নেওয়া আলোচিত সৈকত হোসেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

সোমবার সন্ধ্যার দিকে নরসিংদীর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। স্থানীয় হেফাজত নেতারা ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে তাকে বরণ করে নেন। গ্রেপ্তারের পর প্রায় আট মাস ১৬ দিন কারাবন্দি ছিলেন সৈকত।

গত ২৮ মার্চ নরসিংদীর জেলখানা মোড়ে হেফাজতের ডাকা হরতালে ঘোড়া নিয়ে মিছিলে যোগ দেন সৈকত। তার এই ছবি দেশজুড়ে ভাইরাল হয়। পরবর্তীতে নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত ৩ এপ্রিল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল এবং র‍্যাব-১১ এর অভিযানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

সেসময় তার বিরুদ্ধে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি, নাশকতা ও ধ্বংসাত্মক কার্যকলাপের অভিযোগে নরসিংদী মডেল থানায় মামলা হয়। সৈকত নরসিংদীর পলাশ উপজেলার ঢালুয়ারচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এসএস/এমআর