বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জিব সম্পাদক হাফিজ

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৩

বরগুনা প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে দৈনিক ভোরের কাগজের বরগুনা জেলা প্রতিনিধি সঞ্জিব দাস সভাপতি এবং এনটিভি ও ডেইলি সানের বরগুনা জেলা প্রতিনিধি সোহেল হাফিজ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার বিকালে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের বর্তমান সভাপতি জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে ৪৩তম বার্ষিক সাধারণ সভা হয়। সভা শেষে নবনির্বাচিত এ কমিটি ঘোষণা করেন বরগুনা প্রেসক্লাব নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন মিরাজ।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা কাদের এবং সাইফুল ইসলাম মিরাজ।

নবনির্বাচিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. জাফর হোসেন হাওলাদার (দৈনিক আলোকিত বাংলাদেশ ও মোহনা টেলিভিশন), সহসভাপতি আবু জাফর সালেহ (দৈনিক সমকাল ও চ্যানেল২৪), যুগ্ম সম্পাদক ফেরদৌস খান ইমন (যমুনা টেলিভিশন), অর্থ সম্পাদক স্বপন দাস (দৈনিক ভোরের পাতা) এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা (দৈনিক ইনকিলাব)।

বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক রেজাউল ইসলাম টিটু, সদস্য রিয়াজ আহমেদ মুছা, সহিদুল ইসলাম স্বপ্ন, মালেক মিঠু, শাহআলী সহযোগী সদস্য মইনুল ইসলাম খান সুমন, জাফরুল হাসান রুহান, নূরুল আহাদ অনিক, অর্ণব শরীফ এবং তালুকদার আছাদুজ্জামান প্রমুখ।

গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে গত ২৪ ডিসেম্বর বরগুনা প্রেসক্লাবের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হলেও স্মরণকালের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা, গভীর শোক প্রকাশ এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে এ ফলাফল কোথাও প্রচার করা হয়নি।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :