রাব্বানীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩:৪০ | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩:০৫

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার নাম বাদ দিয়ে মামলা নিয়েছে রাজৈর থানা পুলিশ। পরে মামলায় প্রধান আসামি চেয়ারম্যানের ছেলে সোহেল মোল্লাসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন।

রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘সোমবার রাতে মামলাটি দায়ের হলে তখন থেকেই আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। নামীয় আসামিদের গ্রেপ্তারে রাতভর অভিযোগ চালিয়ে মঙ্গলবার ভোরে ইশিবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলে ও মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও একই এলাকার ছালাম হাওলাদারের ছেলে জহিরুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’

তবে মামলার বাদী ও গোলাম রাব্বানীর বাবা এমএ রশীদ আজাদ অভিযোগ করে জানান, ‘হামলার ঘটনার মূল হোতা মোশারফ মোল্লার নাম বাদ দেয়া হয়েছে। ঘটনার দিনেই রাজৈর থানায় অভিযোগ দায়ের করি। তার একদিন পরে মোশারফ মোল্লার নাম বাদ দিয়ে মামলা গ্রহণ করে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। পরে চেয়ারম্যানের ছেলেকে প্রধান আসামি করে মামলা নেয় পুলিশ। আমি আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।’

এব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সাদিক জানান, ‘নির্বাচন পরবর্তী ব্যবস্থার কারণে ঘটনার দিনে মামলার বিষয় সময় দিতে পারেনি। পরের দিন ২৭ ডিসেম্বর রাতে মামলাটি গ্রহণ করে একজন পুলিশের উপ-পরিদর্শককে আসামিদের গ্রেপ্তার ও তদন্তের নির্দেশ দেয়া হয়। যারা প্রকৃত দোষী তাদেরই আসামি করা হয়েছে, নির্দোষ ব্যক্তিদের হয়রানি করা ঠিক হবে না। সেভাবেই মামলা হয়েছে।’

তবে অভিযোগের বিষয় নির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লাকে বাড়িতে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলে ফোন করলেও রিসিভ করেনি। ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি।

উল্লেখ্য, গেলো ২৬ ডিসেম্বর রবিবার বিকাল ৩টার দিকে ইউপি নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে ভোট চলাকালীন গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেয়ার চেষ্টা করছে।

এ খবর শুনে গোলাম রাব্বানী সেখানে গেলো মোশারফ মোল্লাসহ তার ছেলে সোহেল মোল্লা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে গোলাম রাব্বানীকে ছুরি দিয়ে কোপ দেয়। এসময় রাব্বানী ফিরাতে গেলে তার ডান হাতের দুইটি আঙ্গুন কেটে যায়। এতে রাব্বানীর আরও দুই কর্মী আহত হয়। নির্বাচনে রাব্বানীর মামা সালাহ উদ্দিন ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে লড়ে হেরে যান।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :