নূরানী তালীমুল কুরআন বোর্ডের ফলাফল প্রকাশ বৃহস্পতিবার

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২১, ২০:১৫

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন. টি.কিউ.বি)-এর সমাপনী পরীক্ষা ২০২১-এর ফলাফল আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

ওইদিন দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে এই ফলাফল প্রকাশ করা হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের মহাপরিচালক মাওলানা মোহাম্মদ মসীহ উল্লাহ মাদানী। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নূরানীর প্রশিক্ষক, প্রবীণ জিম্মাদার ও মুয়াল্লিমরা আলোচনা করবেন।

এবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় ২০ হাজার শিক্ষার্থী। দেশের ৬৪ জেলায় প্রায় ৮০০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের অনেকটা সময় নষ্ট হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে এতে তারা আশাব্যঞ্জক ফলাফল করবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও www.nooraniboard ওয়েবসাইট থেকে।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :