৭০ কোটি টাকা আত্মসাৎ: ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ভুয়া কাগজ তৈরির মাধ্যমে পণ্য আমদানি করে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের দেওয়ান হাট শাখা থেকে ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা ও আমদানিকারক প্রতিষ্ঠানের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

গতকাল বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

এজাহারভুক্ত আসামিরা হলেন বাংলাদেশে কমার্স ব্যাংক চট্টগ্রাম দেওয়ানহাট শাখার সাবেক এফএভিপি এবং শাখা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন মজুমদার, চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক এপ্রেইজার (আমদানি শাখা) বর্তমান রাজস্ব কর্মকর্তা মো. সালাহ উদ্দিন তালুকদার, কাস্টমসের সাবেক সহকারী রেভিনিউ কর্মকর্তা (রপ্তানি শাখা) মোহাম্মদ মফিজুল্লাহ।

ব্যাংক রাজস্ব কর্মকর্তা ছাড়া এই মামলা আসামি করা হয় আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাররীন ভেজিটেবল অয়েলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহাম্মদ, মেসার্স লাহেড়ী এন্টারপ্রাইজের মালিক মিসেস স্মৃতি লাহেড়ী ও টিপু সুলতানকে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিগণ পারস্পরিক যোগসাজশে নিজেরা লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে আমদানি সংশ্লিষ্ট কাগজপত্র জালজালিয়াতির মাধ্যমে সৃজন করে ক্ষমতার অপব্যবহার করে এবং তা ব্যবহারের মাধ্যমে পণ্য খালাস করে বাংলাদেশ কমার্স ব্যাংকের ৭০ কোটি, ৬৯ লাখ ৭৭ হাজার ৭৯৭ টাকা আত্মসাৎ করেন।

পরস্পর যোগসাজশে অর্থ আত্মসাতের মতো শাস্তিযোগ্য অপরাধ করার দায়ে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/ ৪৭১/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করেছে দুদক।

ঢাকাটাইমসা/৩০ডিসেম্বর/এসআর/এমআর