ছেলের পিঠে চড়ে ভোট দিলেন ৭০ বছর বয়সী দোমাসু রায়

আব্দুর রশিদ শাহ্, নীলফামারী
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২২, ১৭:০৭

নিজের ছেলের পিঠে চড়ে কেন্দ্রে এসে ভোট দিলেন সত্তর বছর বয়সী দোমাসু রায়। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তার বাড়ি নীলফামারীর ডোমারের বোড়াগাড়ী গ্রামে।

বুধবার দুপুরে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ঘাটপাড়া সরকারি প্রাথমিক ভোট কেন্দ্রে তিনি ছেলের পিঠে চড়ে এসে ভোট দেন।

এ সময় এত কষ্ট করে ভোট দিতে এসেছেন জানতে চাইলে দোমাসু রায় বলেন, বয়স হয়েছে অনেক। শারীরিকভাবেও অসুস্থ আমি। হাঁটতে পারি না। আর বেঁচে থাকি কিনা, তাই ছেলের পিঠে চড়ে ভোট দিলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

ছেলে শৈত্যেন রায় ঢাকাটাইমসকে বলেন, নিজে ভোট দিয়েছি। বাবাকে পিঠে করে ভোট কেন্দ্রে এনেছি। বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। আজ ভোট দিতে এসে বাবার মনটা অনেক ভালো হয়েছে।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :