ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল ভারত

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২২, ১৯:৩১
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে প্রথম একজনের মৃত্যু হয়েছে ভারতে। দেশটির রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

বুধবার রাজস্থান সরকার এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, করোনার দুটি টিকাই নেওয়া ছিল ওই ব্যক্তির। মধুমেহ, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু কোমর্বিডিটিও ছিল তার।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হন ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। তার শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করানো হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে।

হাসপাতাল সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে কোথাও যাননি তিনি। বাড়িতেই ছিলেন। তার সংস্পর্শেও কেউ আসেননি বলে জানা গিয়েছে।

ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জন ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে (৬৫৩)। এরপর রয়েছে দিল্লি (৪৬৪)।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :