বাংলামোটরে আগুনে পুড়ল যমুনা টিভির স্টুডিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৭:৪৭ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:৫৫

রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত রাহাত টাওয়ারে আগুনের ঘটনায় বেসরকারি চ্যানেল যমুনা টিভির স্টুডিও, প্যানেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে গেছে। এতে আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। টাওয়ারের ১১ তলায় যমুনা টিভির ক্যাম্প অফিস এবং অষ্টম তলায় বিজয় টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, ‘আগুনের কারণে স্টুডিও, ভিডিও এডিটিং প্যানেল, ক্যামেরা, নিউজরুমে লাইভের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারছি না। শুধু দেখলাম সিলিং থেকে ধোঁয়া বের হচ্ছে।’

‘প্রথমে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। সেই সঙ্গে কিছু মালামাল বের করার চেষ্টা করা হয়। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে ধোঁয়ার কারণে আমরা সবাই নিচে নেম আসি। আগুনে আনুমানিক চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।’ বলেন রাব্বি।

যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম বলেন, ‘সকাল ১০টা ৫০ মিনিটে আমরা প্রথমে সিলিংয়ে ধোঁয়া দেখতে পাই। ধোঁয়া দেখার পর ভবনে থাকা অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা ১১টা ৩ মিনিটে ফায়ার সার্ভিসে ফোন দেই। আগুনে অন্য প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না হলেও আমাদের নিউজরুম, স্টুডিওসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে আমাদের কোনো সহকর্মী হতাহত হয়নি।’

ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি বা স্টুডিওর বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে। তবে তদন্ত করা হচ্ছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এসএস/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :