ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার গাড়ি আটকের অভিযোগ

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২২, ১৪:১১ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২, ১৪:৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার গাড়ি পুলিশ আটকে দিয়েছে বলে অভিযোগ এসেছে। জেলা শহরে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় গাড়ি আটকে দেওয়া হয় বলে রুমিন ফারহানা অভিযোগ করেন। তবে পুলিশের দাবি তাকে যেতে বাধা দেওয়া হয়নি।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের সৈয়দ নজরুল ইসলাম সেঁতুর টোলপ্লাজায় গাড়ি আটকে দেওয়া হয় বলে জানান রুমিন ফারহানা।

এমপি রুমিন ফারহান বলেন, আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি এ বিষয়ে সংবাদ সম্মেলন করব।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, রুমিন ফারহানার গাড়ি পুলিশ আটক করেনি। তার সঙ্গে আমরা কথা বলেছি।

উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানোর দাবিতে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ ডাকে জেলা বিএনপি। একই সময় ছাত্রলীগও একই স্থানে সমাবেশ ডাকে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে এবং এই সময়ে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

ঢাকাটাইমস/৮জানুয়ারি/এসআর/এমআর