আপিল বিভাগে নিয়োগ পেলেন চার বিচারপতি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২২, ১০:৩৪ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২২, ১০:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের চার বিচারপতি। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে শনিবার রাতে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন। তাদের নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়ালো আটজনে।

রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সর্বোচ্চ আদালতে নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

আজ রবিবার নিয়োগ পাওয়া চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আপিল বিভাগে আরও যে চার বিচারপতি দায়িত্ব পালন করছেন তারা হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি মো. নূরুজ্জামান।

ঢাকাটাইমস/৯জানুয়ারি/এমআর