‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আমরা সবাই শান্তিতে আছি’

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৪ | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৭

বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সাংসদ শম রেজাউল করিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলে আমরা সবাই শান্তিতে আছি। যেখানে বিশ্বের বহু উন্নত দেশের প্রধানমন্ত্রীরা করোনাকালে দুচিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার চিকিৎসা সহায়তা, খাদ্য সামগ্রী, বাসস্থান দিয়েছেন। সবাইকে সাহস যুগিয়েছেন। শক্ত হাতে করোনা মোকাবেলা করছেন।’

রবিবার সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরি করার লক্ষে তাদের মাঝে গরু বিতরণ ও দু:স্থদের চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আমলে দেশে করোনাকালীন সময়েও রাস্তাঘাট অবকাঠামোগত চলমান কোন উন্নয়ন থেমে থাকেনি। তার সাহসী পদক্ষেপে পদ্মা সেতু হয়েছে। অচিরেই সেতুর যাবতীয় কাজ শেষ হবে। সেতু চালু হলেই আমাদের দক্ষিণাঞ্চলের সম্ভাবনার দ্ধার খুলে যাবে। আমরা সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা যেতে পারবো। তখন যোগাযোগ ব্যবস্থায় আরও একধাপ এগিয়ে যাবে বরিশালবাসী।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা কেহ কারো নেতা নই। আমাদের একমাত্র নেতা হলেন শেখ হাসিনা। তার আমলে আমার তিন বছর সময়ে পিরোজপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। পিরোজপুরের বেকুটিয়া সেতু আজ বাস্তবায়নের পথে। আমি স্বরূপকাঠি, মিয়ারহাট ও ইন্দেরহাট নিয়ে একটি বড় ব্যয়বহুল উন্নয়নের প্রজেক্ট হাতে নিয়েছি। যা ইতোমধ্যে পাস হয়েছে। আশা রাখছি আমি বেঁচে থাকলে তা অচিরেই সম্ভব হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :