শীতার্তদের পাশে আ.লীগ নেতা আফজাল হোসেন

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২২, ২১:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পটুয়াখালী-১ আসনের দুমকি ও মির্জাগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। দুই উপজেলায় এক হাজার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে পিডিএম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করেছেন তিনি।

রবিবার এই দুই উপজেলায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সরকারের নেওয়া নানা উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে আফজাল হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। দেশের উন্নয়ন হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে উন্নয়ন ও জনপ্রিয়তা অর্জন করেছে এতে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতাবিরোধীরা। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ নৈরাজ্য ও বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা রুখে দিতে হবে।’

একটি চক্র দেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এমন অভিযোগ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিকও বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না। ’

এর আগে শনিবার পটুয়াখালী সদর উপজেলায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন আফজাল হোসেন।

মির্জাগঞ্জে কম্বল বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান খান মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/বিইউ/জেবি)