বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩:২৪ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২২, ১৩:২২

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধে সহিংসতা করায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।

সোমবার ঢাকার দ্রুত বিচার আদালত-৯ এর বিচারক মো. আমিরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুমন চন্দ্র, মো. জসিম, মো. আমিনুল ইসলাম, সোহেল, কাউছার, জুয়েল, আব্দুর রহমান, শহিদ, মহসিন ও লিটন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর করিমা আক্তার জানান, ১০ আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাদের পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে রাজধানীর ভাষানটেক থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিস্ফোরণ আইনের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে কারাদণ্ড দেয় আদালত।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :