স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২২, ১৬:৪৩

বগুড়ার চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগের নেতা নাজমুল হাসান অরেঞ্জকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শুটার রাসেল গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। রাজধানীর বনানী থানা এলাকা থেকে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৩ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ার সদর থানার মালগ্রাম এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুটি দলের মধ্যে বেশ কিছুদিন ধরে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়াসহ উত্তেজনা বিরাজ করছিল। গত ২ জানুয়ারি বগুড়ার সদর থানার ডাবতলা এলাকায় শুটার রাসেলের নেতৃত্বে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। শুটার রাসেল তার হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়লে নাজমুল হাসান অরেঞ্জের বাম চোখের পাশে দুটি গুলিবিদ্ধ হয়। এতে তিনি গুরুতর জখম হন। এই ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ ছাড়াও মিনহাজ শেখ আপেলের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে নাজমুল হাসান অরেঞ্জের গুরুতর ছিল। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ জানতে পারে যে, চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলার প্রধান আসামি শুটার রাসেল রাজধানীর বনানী থানা এলাকায় রয়েছেন। পরে র‌্যাব-৩ এর একটি দল সোমবার রাত পৌনে ১২টার দিকে বনানী এলাকায় একটি অভিযান চালিয়ে রাসেল আহমেদ ওরফে শুটার রাসেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শুটার রাসেলের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি তার অপরাধ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে এর আগেও বগুড়া সদর থানায় ছয়টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত রাসেল আহমেদ ওরফে শুটার রাসেল বগুড়া জেলার সদর থানার মাল গ্রামের মো. একরাম হোসেনের ছেলে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৮

সনদ জালিয়াতি: কারিগরি বোর্ডের ওএসডি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :