এই অধিবেশনেও সংসদে যেতে পারবেন না সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৭:১১ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২২, ১৭:০৯
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আসন্ন অধিবেশনে সংসদে যেতে পারছেন না সাংবাদিকরা। সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।

আগামী ১৬ জানুয়ারি রবিবার একাদশ জাতীয় সংসদের ১৬তম এবং ২০২২ সালের প্রথম অধিবেশন শুরু হবে।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অধিবেশন হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।’

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে সংসদ ভবনে না গিয়ে টেলিভিশনে লাইভ দেখে সংবাদ সংগ্রহ করে আসছেন গণমাধ্যমকর্মীরা। অবশ্য করোনার নেগেটিভ সনদ থাকা শর্তে গত বাজেট পেশ ও পাসের দিন সংসদ ভবনে প্রবেশের সুযোগ পেয়েছিলেন সাংবাদিকরা। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে অনুষ্ঠিত বিশেষ অধিবেশন সংসদে গিয়ে একদিনের জন্য কাভার করার সুযোগ দেওয়া হয়েছিল।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা