শনাক্তের হার ৯ শতাংশের কাছাকাছি, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৯:১২ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২২, ১৯:১০
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৫৮ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নয় শতাংশের কাছাকাছি পৌঁছেছে। গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৭ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৩৯৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৯৭ শতাংশ। উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া দুইজনই পুরুষ। তাদের একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের। তারা দুজনই মারা গেছেন সরকারি হাসপাতালে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর মৃত্যুর খবর আসে। গত প্রায় দুই বছরে মাত্র দুই দিন বাদে প্রতিদিনই মৃত্যু হয়েছে করোনায়।

গত বছর জুলাই-আগস্ট মাসে দেশে করোনা সংক্রমণ চরম পর্যায়ে পৌঁছে। তখন দৈনিক শনাক্তের সংখ্যা ১৫ হাজারের ওপরে চলে যায় এবং শনাক্তের হারও ৩২ শতাংশ ছাড়ায়। তবে সেপ্টেম্বর মাস থেকে করোনায় মৃত্যু ও শনাক্ত আস্তে আস্তে কমতে থাকে।

ডিসেম্বরের শুরুতে দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এটি সারা বিশ্বে ভয়ংকর রূপে আবির্ভূত হলেও বাংলাদেশে এখনো সেই পর্যায়ে পৌঁছেনি। তবে ডিসেম্বর থেকেই দেশে আবার করোনা সংক্রমণ বাড়ছে। মৃত্যুর সংখ্যা বেশি না হলেও শনাক্তের সংখ্যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। করোনার সম্ভাব্য তৃতীয় ধাক্কা সামাল দিতে সরকার ইতিমধ্যে ১১ দফা বিধিনিষেধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পালিয়ে আসা সেনাসহ ২৮৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠাল বিজিবি

উপজেলা নির্বাচনের প্রচারে এমপি নামলে ব্যবস্থা: ইসি আলমগীর

‘মোজাম্মেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাদাঁবাজরা সরকারের আস্থাভাজন হতে চায়’

রানা প্লাজা ধসের ১১ বছরেও ক্ষতিপূরণ পাননি, কাঁদলেন শ্রমিকরা

৬ বছরে ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৭৪, আহত ৪৭৬৫

হজযাত্রীর ভোগান্তি হলে এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ধর্মমন্ত্রী

নির্মাণাধীন ভবনে লার্ভা পেলেই কাজ বন্ধ: মেয়র তাপস 

সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে ইসির বৈঠক রবিবার

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

এই বিভাগের সব খবর

শিরোনাম :