সিরিয়াল কিলার, বাউল সেজে ২০ বছর সেলিম ফকির!

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২২, ২১:০৪ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২, ১৯:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তিনি ছিলেন একাধিক হত্যা মামলার আসামি। নিজের পরিচয় গোপন করতে বেশভূষা পরিবর্তন করে রাখেন বড় চুল ও দাঁড়ি। পলাতক থেকে কখনো করতেন বাউল গান ও গানের মডেলিং। দীর্ঘ বিশবছর নিজেকে আড়াল করে রেখেছিলেন আলোচিত 'ভাঙা তরী ছেঁড়া পাল’ খ্যাত গানের বাউল মডেল ও দুর্ধর্ষ সিরিয়াল কিলার সেলিম ফকির ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেন। আজ বুধবার র‌্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভয়ঙ্কর এসব তথ্য জানায় এলিট ফোর্স র‌্যাব।

একইদিন রাতে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলোচিত এই গানের মডেল সেলিম ফকির ছিলেন ভয়ঙ্কর সিরিয়াল কিলার। উত্তরবঙ্গ এলাকায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে সাজাও হয়েছে। কিন্তু নিজেকে আড়াল করতে তিনি সব সময় বিভিন্ন বেশভূষা ধারণ করেছেন। অবশেষে র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে।

কমান্ডার মঈন বলেন, সেলিম ফকির নিজেকে আত্মগোপনে করতে বিভিন্ন সময় মাজার বা রেলস্টেশনে থাকতেন। যতটুকু আমরা জানতে পেরেছি সেলিম প্রায় চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তার ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ঢাকাটাইমস/১২জানুয়ারি/এসএস/ ইএস